চালতার আচার |
ভারতবর্ষীয় উদ্ভিদ ‘চালতা’। এর ফল টক স্বাদের। এজন্য এই ফলটি মুখরোচক আচার, চাটনী তৈরিতে ব্যবহৃত হয়।
চালতার বিভিন্ন গুণাগুণের কিছু নিচে দেওয়া হল:
- ঠান্ডা লেগে জ্বর হলে চালতার রস অনেক উপকারে লাগে।
- বাতের ব্যথাতে কচি চালতার রস জলের সাথে মিশিয়ে খেলে উপকার পাওয়া যায়।
- রক্ত আমাশয়ের জন্য চালতার কচি পাতার রস উপকার।
- কফ ও সর্দির জন্য গাছের ছালের গুঁড়া নিরাময়ের কাজ করে।
- তাছাড়াও মুখে ঘা কিংবা চামড়া উঠে গেলে এটি খেলে তাড়াতাড়ি সারে।কারণ ,এতে আছে ভিটামিন সি ও প্রচুর পরিমাণে অ্যান্টিক্সিডেন্ট।
[তথ্যসূত্র: উইকিপিডিয়া।]
মূল্য:
টক-ঝাল-মিষ্টি আচার:
No comments:
Post a Comment