শ্বেতী সরিষার খৈল |
জৈব সার, মাছের এবং গো-খাদ্য হিসেবে সরিষার খৈল- এর জুড়ি মেলা ভার! সরিষা খৈল সম্পূর্ণ প্রাকৃতিক ও পরিবেশ বান্ধব এবং সেরা মানের জৈব সার। বাসা-বাড়ির ছাদ বাগান, নার্সারী তে জৈব সার হিসেবে এবং গবাদি পশুর ফার্ম-এ উন্নতমানের গো-খাদ্য হিসেবে সরিষা খৈলের ব্যবহার পরিলক্ষিত হয়।
দেশী মাঘী সরিষা দানা |
আমরা নিজস্ব মেশিনে বাসায় সরিষা বীজ হতে কোনরকম জলের স্পর্শ ছাড়াই তেল নিষ্কাশন করে থাকি এবং আমাদের সরিষার খৈলগুলো হয় একদম ঝরঝরা। আপনি হাতের চাপেই খৈল গুড়া করতে পারবেন। এই খৈলগুলো আপনি চাইলে সরাসরি পুকুরে ছিটিয়ে, মাটির সাথে মিশিয়ে এবং গবাদি পশুর মূল খাবারের সাথে মিশিয়ে ব্যবহার করতে পারেন। এর গুণগত মান কিন্তু বেশ ভালো। তাই, পরখ করে দেখতে পারেন একবার।
মূল্য:-
প্রতি কেজি- ৳.৪৫।
No comments:
Post a Comment