আমলকী |
আমলকী আমাদের সকলের পরিচিত একটি ফল। ভিটামিন-সি সমৃদ্ধ আমলকীর উপকারিতা অনেক। আজকে
আমলকির উপকারী এবং ঔষধি গুনাগুন রয়েছে। চুল ও ত্বকের যত্নে আমলকী বেশ উপকারী। টক জাতীয় ফল হওয়ায় অনেকেই আমলকী খেতে পারেনা। কিন্তু চাটনি, আচার হিসেবে এর বেশ সমাদর রয়েছে, তাছাড়া আমলকীর আচার সত্যিই অনেক সুস্বাদু যেটা খাবারের রুচি বাড়িয়ে দেয়।
আমলকীর আচার |
বাসায় তৈরী আমাদের আমলকীর আচার।
মূল্য:
টক-ঝাল-মিষ্টি আচার: তেলে ডুবো গোটা আচার:
No comments:
Post a Comment