Thursday, September 9, 2021

কাঠবাদামের তেল (Almond Oil)

বাদাম সকলের অতি পছন্দের একটি খাবার। বাজারে কাজু, পেস্তা, কাঠ, চিনা বিভিন্ন ধরনের বাদাম পাওয়া যায়। তবে বিভিন্ন ধরনের মধ্যে কাঠবাদাম তার নিজস্ব পুষ্টিগুণ এবং উপকারিতার জন্য সমাদৃত। ইন্টারনেটের কল্যাণে সবাই হয়তো বাদাম তেলের গুণাগুন সম্পর্কে জেনে থাকবেন। 

 

 

 

 

 

 

 

 

 

 

খাবারের পাশাপাশি চুল এবং রূপচর্চায় কাঠবাদাম তেলের জুড়ি মেলা ভার। বলা যেতে পারে, পুষ্টি এবং শক্তির দ্বৈত উৎস কাঠবাদামের তেল।

১। কাঠবাদাম তেলে রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট, যা শরীরের শক্তি সঞ্চালন করে। এর রিবফ্লাবিন,                     ফসফরাস, কপার শরীরে শক্তি বৃদ্ধিতে সহায়তা করে।

২। আমরা সকলেই জানি ভিটামিন-ই ত্বকের জন্য অতান্ত কার্যকারী। কাঠবাদাম তেলে ভিটামিন-ই             আছে। এটা সূর্যের হাত থেকে ত্বককে রক্ষা করে এবং ত্বককে ক্ষতিগ্রস্থ হওয়া থেকে রক্ষা করে।             ত্বকের সান বার্ন থেকে পরিত্রাণের জন্য কাঠবাদাম তেল ব্যবহার করা যেতে পারে।

৩। কোনরকম রাসায়নিক উপাদান এবং সংরক্ষণকর উপাদান না থাকায় এই তেল কে সিরাম হিসাবেও       ব্যবহার করা যেতে পারে। কাঠবাদাম তেলকে প্রাকৃতিক মেয়েশ্চারাইজার বলা হয়ে থাকে।

৪। কাঠবাদাম তেলের ফ্যাটি অ্যাসিড যেকোনো চর্ম সমস্যা দূর করতে সহায়তা করে এবং প্রদাহ হ্রাস         করে।

৫। এই তেলের ফ্যাটি অ্যাসিড চুলকে নরম, সোজা এবং সতেজ রাখে। মনো ফ্যাটি অ্যাসিড, ভিটামিন-        এ, ডি, ই, বি১, বি২ এবং বি৬ এ সকল উপাদান রয়েছে কাঠবাদাম তেলে, যা চুল কে পুষ্টি দেয়, চুলকে      শক্ত করে।

কাঠবাদামের তেল

৬। চোখের নীচের কালি বা ডার্ক সার্কেল হালকা করে।

৭। ত্বকের রুক্ষতা দূর করে কোমল ও মসৃণ করে তোলে।

৮। বয়সের দাগ-ছোপ রোধ করে।

৯। মাথার ত্বকে আমন্ড ওয়েল ম্যাসাজে মাথার ত্বকের রক্ত সঞ্চালন বাড়ে।

১০। চুল পড়া কমায় এবং চুল বৃদ্ধির হার বাড়ায়। 

 

কাঠবাদামের তেল

 

বাছাই করা সেরা মানের কাঠবাদাম থেকে বাসায় আমরা এই তেল প্রস্তুত করে থাকি। এতে কোন প্রকার কৃত্রিম রং,গন্ধ এবং রাসায়নিক উপাদান মিশ্রিত নেই, তাই সম্পূর্ণ খাঁটি এবং নিরাপদ!

মূল‌্য:
 
কাঠবাদা‌মের তেল ১২০গ্রাম= ৳.৪৮০

আপনার ফরমায়েশ জানা‌নোর প‌রেই তেল প্রস্তুত করা হ‌বে। সুতরাং, আপনার কা‌ছে যেটা যা‌বে সেটা থাক‌বে একদম স‌তেজ।।
 
আমরা চেষ্টা করি গুণগত মানসম্পন্ন সঠিক এবং খাঁটি পণ্যটি আপনাদের কাছে পৌঁঁছে দিতে। আপনাদের সন্তুষ্টিই আমাদের মূল উপজীব্য, কেননা আমরা বিশ্বাস করি,বিশুদ্ধতা এবং বিশিষ্টতা-ই আনে বিশ্বস্ততা!
 
 [বি:দ্র: যাদের বাদামে এ্যালার্জি রয়েছে, তারা এই তেল ব্যবহারের পূর্বে চিকিৎসকের পরামর্শ নিতে ভুলবেন না।]
 

No comments:

Post a Comment

কালোজিরা তেল (Black Seed Oil)

কালোজিরা আমাদের সকলের পরিচিত। এটি মশলা হিসাবে ব্যাপক ব্যবহার হয়ে থাকে এবং এটি পাঁচ ফোড়নের একটি উপাদান। কালোজিরা নানা রোগের প্রতিষেধক এবং ...