![]() | |
মাখনের ঘি |
ঘি সকলেরই অতিপ্রিয় একটি খাবার।
![]() |
মাখনের ঘি |
আমরা বাসায় মূলত তিনভাবে গরুর দুধ থেকে মাখন সংগ্রহ করি. যথা-
- সর খেকে।
- বাসায় পাতানো দই থেকে এবং
- ননী থেকে।
এসব থেকে মাখন আলাদা করার জন্য আমরা কখনো সনাতন পদ্ধতি, আবার কখনো যন্ত্রের ব্যবহার করে থাকি। উপরে উল্লেখিত যে পদ্ধতিতে আপনি মাখন সংগ্রহ করুন না কেন, সেটা সঠিকভাবে জ্বাল দেবার পর ঘি-এর যে রং এবং গন্ধ আপনি পাবেন, তাতে মন মাতোয়ারা হয়ে যাবে। সর এবং ননীর ঘি -এর মতো মাখনের ঘি ও খুবই পুষ্টিকর!
ব![]() |
মাখনের ঘি |
বাসার তৈরী মাখনের ঘি। কোন কৃত্রিম গন্ধ, রং এবং সংরক্ষণকর উপাদান নেই বলেই এগুলো শতভাগ খাঁটি ও নিরাপদ!
মূল্য:
আমরা চেষ্টা করি গুণগত মানসম্পন্ন সঠিক পণ্যটি আপনাদের কাছে পৌঁঁছে দিতে। আপনাদের সন্তুষ্টিই আমাদের মূল উপজীব্য, কেননা আমরা বিশ্বাস করি,“বিশুদ্ধতা এবং বিশিষ্টতা-ই আনে বিশ্বস্ততা !”
No comments:
Post a Comment